• Home
  • Social Security
  • ফেসবুক আইডিতে রিপোর্ট করার নিয়ম ? ফেসবুক প্রোফাইলে রিপোর্ট মেরে আইডি বন্ধ করুন

ফেসবুক আইডিতে রিপোর্ট করার নিয়ম ? ফেসবুক প্রোফাইলে রিপোর্ট মেরে আইডি বন্ধ করুন

ফেসবুক আইডিতে রিপোর্ট

ফেসবুক আইডিতে রিপোর্ট করলে আপনি যেকোনো ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট বা প্রোফাইল ফেসবুক থেকে ব্যান করতে পারবেন।ফেসবুক আইডিতে রিপোর্ট এর মাধ্যমে আপনি ফেসবুক কর্তৃপক্ষের কাছে তার আইডি সম্পর্কে অভিযোগ জানাতে পারেন।ফেসবুক কর্তৃপক্ষের নির্দিষ্ট নিয়ম-কানুন অনুযায়ী ফেসবুক এই রিপোর্টগুলোর পর্যালোচনা করে থাকে এবং রিপোর্ট এর সত্যতা যাচাই করে প্রয়োজন মনে করলে ফেসবুক ব্যবস্থা নেয়। ফেসবুক একাউন্ট বা প্রোফাইলে রিপোর্ট করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।শুধুমাত্র ফেসবুক একাউন্ট বা প্রোফাইল নয়, আপনি চাইলে ফেসবুকের যেকোনো খারাপ কমেন্ট বা পোষ্ট বা ভিডিওতে রিপোর্ট মারতে পারবেন।

ফেসবুকে প্রোফাইলে যান
প্রথমে আপনি যে প্রোফাইল বা আইডিতে রিপোর্ট মারতে চান সেই প্রোফাইল বা আইডিটি খুঁজে বের করুন। তার আইডি থেকে সরাসরি ওই আইডির প্রোফাইলে প্রবেশ করুন।

ফেসবুক পোষ্ট বা ভিডিওতে যান
আপনি যদি ফেসবুকের কোনো পোষ্ট বা ভিডিওতে রিপোর্ট মারতে চান তাহলে সে পোষ্ট বা ভিডিওটি খুঁযে বের করুন।

তিনটি ডট বা মেনু আইকন নির্বাচন করুন
আপনি যে প্রোফাইল বা আইডিতে রিপোর্ট করতে চান সে প্রোফাইলে প্রবেশ করার পর সেখানে একটি থ্রি ডট মেনু রয়েছে সেটি নির্বাচন করে ভিতরে প্রবেশ করুন।
আপনি যদি ফেসবুকের পোস্ট বা ভিডিওতে রিপোর্ট করতে চান তাহলে সেই পোস্ট কিংবা ভিডিওতে প্রবেশ করে একদম ওপরে থ্রি ডট মেন্যু রয়েছে সে থ্রি ডট মেনু আইকনটিতে ক্লিক করে ভিতরে প্রবেশ করুন।

ফেসবুক আইডিতে রিপোর্ট করবেন কিভাবে? ভায়োল্যান্স রিপোর্ট কিভাবে করবেন?

রিপোর্ট অপশন নির্বাচন করুন
ফেসবুক আইডিতে রিপোর্ট করতে চাইলে মেনু থেকে “Find Support or Report Profile” বা “Report Post” অপশন নির্বাচন করুন।
কোনো পোষ্ট বা ভিডিওতে রিপোর্ট মারতে চাইলে Report Post অপশন টি সিলেক্ট করুন।

কারণ নির্বাচন করুন
ফেসবুক প্রফাইলে বা আইডিতে বা ভিডিও বা পোষ্টে কি কারণে রিপোর্ট করতে চাচ্ছেন তা আপনার কাছ থেকে ফেসবুক কর্তৃপক্ষ জানতে চাইবে। সঠিক কারণ নির্বাচন করে এগিয়ে যান। যদি ভূল কারণ নির্বাচন করেন তাহলে রিপোর্ট কার্যকর হবেনা।

প্রোফাইল নির্বাচন করুন
সমস্যাটি আপনার আইডিতে নাকি আপনার বন্ধুর আইডিতে তা সেখানে নির্বাচন করতে ভুলবেন না।

সাবমিট করুন
আইডি বা প্রোফাইলে রিপোর্ট সম্পন্ন করার জন্য রিপোর্ট টি ফেসবুক কর্তৃপক্ষের কাছে সাবমিট করুন। এএপর ফেসবুকের পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।

রিপোর্ট যাচাই করুন
আপনি যে রিপোর্টটি সাবমিট করেছেন সেটি সঠিকভাবে হয়েছে কিনা তা আপনি যাচাই করতে পারবেন। ফেসবুক প্রোফাইল থেকে help & Supprt অপশনে ক্লিক করে supprt Inbox অপশনে ক্লিক করে ভিতরে প্রবেশ করলে আপনি আপনার রিপোর্টগুলো দেখতে পারবেন।

আপনি বেটিং করে ইনকাম করতে চাইলে এই গ্রুপে জয়েন করুন

আপনি যে রিপোর্টগুলো সাবমিট করেছেন ফেসবুক কর্তৃপক্ষ সবগুলো রিপোর্ট যাচাই করবে। যাচাই করার পর যদি আপনার রিপোর্টের সত্যতা খুঁজে পায়, তাহলে সেই আইডিটি ব্লক করে দিবে অথবা ফটো ভেরিফাই করতে বলবে।
যদি সঠিকভাবে ফটো ভেরিফাই করতে না পারে তাহলে তার আইডিটি ব্লক করে দিবে।

Releated By Post

সিকিউরিটি থেকে আপনার আইডি বাচাঁবেন কিভাবে? How to Safe Id From Security

সিকিউরিটি টিমের ঝামেলা এরিয়ে চলতে নিন্ম-লিখিত নিয়মাবলি মেনে চলুন।অনেকেই হয়তো…

ফেসবুক আইডিতে Nudity রিপোর্ট মেরে কিভাবে আইডি ডিজেবল করবেন?

অনেকে ফেসবুকে ১৮+ পোষ্ট বা ভিডিও পোষ্ট করে।এসব আইডিতে আপনাকে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *