• Home
  • Life Style
  • ফেসবুক আইডিতে রিপোর্ট করবেন কিভাবে? ভায়োল্যান্স রিপোর্ট কিভাবে করবেন?

ফেসবুক আইডিতে রিপোর্ট করবেন কিভাবে? ভায়োল্যান্স রিপোর্ট কিভাবে করবেন?

Image

ফেসবুক আইডিতে রিপোর্ট করে চাইলে ফেসবুক আইডি ব্যান করা যায়।কিন্তু ফেসবুক আইডিতে রিপোর্ট সঠিকভাবে করতে না পারলে আইডি ডিজেবল করা যায়না।আইডি ডিলিট করতে চাইলে ফেসবুক আইডিতে রিপোর্ট করার সময় সঠিকভাবে রিপোর্ট করতে হবে।আজকের এই ব্লগে কিভাবে আপনি ফেসবুক আইডিতে কিভাবে রিপোর্ট করবেন তা আলোচনা করা হবে।

ভায়োল্যান্স রিপোর্ট :
ফেসবুকে কোনো প্রকার ভয়ংকর ছবি অথবা ভূতজাতীয় ছবি এবং যেসব পোস্টের ছবি বা ভিডিও বা পোষ্টের ক্যাপশনে ভায়োলেন্স সাপোর্ট করে এরকম কিছু থাকে, সেক্ষেত্রে এগুলোকে ভায়োলেন্স রিপোর্ট বলা হবে।
ফেসবুক আইডির একজনের ছবি যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে ওই পোস্টে Harrashment>A Friend> কার আইডি সেটা সাবমিট দিবেন।

Hate Speech:
ফেসবুকে কোনো ব্যক্তি যদি ধর্ম, রাষ্ট্র বা গোত্র বা সামাজিক রীতিনীতি অথবা কোনো অসুস্থ ব্যক্তি বা বিকলাঙ্গ বা নারী-পুরুষ বৈষম্যতাকে উদ্দেশ্য করে যদি কোনো রকমের গালি দেওয়া হয়, তাহলে রিপোর্ট মারার সময় হেট স্পিস রিপোর্ট মারতে হবে কন্টেন্টে।
Suicide or self injury:
ফেসবুকে কোনো ধরনের রক্তের ছবি।অর্থাৎ ফেসবুকের যেসকল কন্টেন্টে সেলফ ইনজুরি দেখায় বা রক্তের ছবি দেখা যায় সেসব পোষ্ট বা ভিডিওতে সেলফ ইনজুরি রিপোর্ট মারতে হবে।

False News:
অনেক সময় ফেসবুকে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়।যদি আপনার মনে হয় ফেসবুকে কোনো রকমের মিথ্যা সংবাদ হয় তাহলে ফলস নিউজ রিপোর্ট মারতে হবে।
Unauthorised sales:
ফেসবুকের অনেক পোষ্ট বা ভিডিওতে গুলি বা বন্দুক, ইয়াবা বা মদ এসব জাতীয় কোনো রকমের অনৈতিক কর্মকান্ডে জড়িত বস্তুকে নিয়ে যদি ছবি বা পোস্ট থাকে তাহলে এসব পোষ্ট বা ভিডিওতে Unauthorised Sales রিপোর্ট মারতে হবে।

Drugs:
ফেসবুকের কোনো পোষ্ট বা ভিডিওতে যদি মদ,গাঁজা বা ফেনসিডিল ও ইয়াবা এসব ছবি বা ভিডিও পোষ্ট করা হয় তাহলে এসব পোষ্ট বা ভিডিওতে ড্রাগ রিপোর্ট মারতে হবে।
Weapons:
ফেসবুক পোষ্টে বন্দুক, ছুরি বা মরণাস্ত্রের কোনো রকমের বস্তুর ক্ষেত্রে Unauthorised Sales এর পাশাপাশি Weapons রিপোর্ট মারতে হবে।

আপনি কি ফুটবল গেইম খেলে লস করেছেন? তাহলে এখনই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সারাজীবনের লস তুলে নিন

Endangered Animals:
ফেসবুকে যদি কোনো রকমের বিপন্ন প্রাণী বা আপদগ্রস্থ প্রাণিদের ছবি থাকে তাহলে এই রিপোর্ট মারতে হবে।
Other animals:
অন্যান্য যেকোনো রকমের প্রাণী বিক্রির পোষ্ট বা ভিডিওতে এই রিপোর্ট মারতে পারবেন।

Something else:
আপনার যদি মনে হয় এখানে আন অথরাইজড সেলস হচ্ছে কিন্তু আপনি কিছু বুঝতেছেন না কোন অপশন হবে তাহলে এই রিপোর্ট মারতেবহবে।
Race or ethnicity :
যদি আপনার মনে হয় যে ফেসবুক পোষ্ট বা ভিডিওতে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা অন্য যেকোনো জাতিকে কটুক্তি করে কিছু একটা বলা হয়েছে তাহলে এই রিপোর্ট মারবেন।

National Origin:
অনেক সময় ফেসবুকে আমরা জাতীয়তা বিষয় নিয়ে কটুক্তি করি, যদি এরকম কোনো পোষ্ট বা ভিডিও থাকে তাহলে এই রিপোর্ট মারবেন।
Religious affiliation:
কোনো পোষ্ট বা ভিডিওতে যদি ধর্মকে নিয়ে কোনো রকমের কটুক্তি করা হয় তাহলে এই রিপোর্ট মারবেন।

Social Castle:
যদি কোনো পোষ্ট বা ভিডিওতে সামাজিক রীতিনীতি নিয়ে কোনো রকমের কটুক্তি করা হয় তাহলে এই রিপোর্ট মারবেন।
Sex or gender identity:
ফেসবুকের কোনো পোষ্টে নারী বা পুরুষকে ধরে যদি সরাসরি গালি দেওয়া হয় অথবা কোনো রকমের বৈষম্যতা নিয়ে পোস্ট করা হয় তাহলে এই রিপোর্ট মারতে হবে।

Disablity or disease:
ফেসবুকের কোনো পোষ্ট বা ভিডিওতে যদি কোনো ধরনের অসুস্থ রোগীকে নিয়ে কোনো রকমের কটুক্তি করা হয় তাহলে এই রিপোর্ট মারতে হবে।

ডেমো একাউন্ট কি ? ডেমো একাউন্ট কিভাবে পাবেন ? How to Get Demo Account

মেলবেট মাস্টার এজেন্ট কিভাবে নিবেন? মাত্র ১০০ ডলারে মেলবেট মাস্টার এজেন্ট নিয়ে ইনকাম করুন ঘরে বসে

Releated By Post

বিদেশ গমন করার পূর্বে এই দক্ষতাগুলো অর্জন করে নিন

বিদেশ গমন করার আগে নিচের এই দক্ষতা গুলো শিখে হওয়ার…

মাত্র ২৮ দিনে জীবন পরিবর্তন করতে চাইলে ৮ টি নিয়ম মেনে চলুন

আমাদের জীবন পরিবর্তন করার জন্য আমরা কত কিছুই না করি।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

× Text me