ফেসবুক ছবিতে রিপোর্ট মারার কারণ হচ্ছে ফেসবুকে প্রত্যাশিত কিছু শেয়ার করার কারণে আমরা অনেকেই রিপোর্ট মেরে থাকি।কিন্তু সঠিক নিয়মে ফেসবুক ছবিতে রিপোর্ট মারতে না জানার কারণে আইডি ডিজেবল বা বন্ধ করতে পারিনা।আজকের এই ব্লগে কিভাবে আপনি রিপোর্ট মেরে ফেসবুক আইডি ডিজেবল বা বন্ধ করবেন তা বলা হয়েছে।ফেসবুক আইডিতে সঠিক নিয়মে রিপোর্ট মারতে শিখে গেলে আপনি যেকোনো ফেসবুক আইডিতে রিপোর্ট মারতে পারবেন।
ফেসবুক আইডিতে রিপোর্ট ২ ধরনের
১. সাধারন রিপোর্ট
২. লিংক রিপোর্ট
সাধারণ রিপোর্ট
সাধারন রিপোর্ট বলতে আপনাদেরকে পোস্ট রিপোর্ট বুঝানো হইসে। অনেকে ফেসবুকে আইডিতে পোষ্ট করে যেখানে সেস্কুয়াল, সাজেস্টিভ, হেটস্পিচ,হেরেস ইত্যাদি রকমের কন্টেন্ট থাকে।এ ধরনের কার্যক্রম চালু থাকা পোষ্টে রিপোর্ট করার নাম সাধারণ রিপোর্ট।
লিংক রিপোর্ট
লিংক রিপোর্ট বলতে ফেসবুকে আইডির ভিডিও তে রিপোর্ট বুঝানো হয়েছে। অনেকে ফেসবুকে ভিডিও পোষ্ট করে যেখানে সেক্সুয়াল,হ্যারাস্মেন্ট,সাজেস্টিভ কিছু কন্টেন্ট থাকে।এসব ভিডিওতে লিংক রিপোর্ট করতে হয়।
এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমাদের রিপোর্ট কাজ করে না কেন। আপনি যদি পোস্ট বুঝে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে রিপোর্ট মারতে পারেন তাহলে আপনার একটা রিপোর্ট ই যথেষ্ট।
কোন পোষ্ট বা কোন ভিডিওতে কিভাবে রিপোর্ট মারবেন তা নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সেক্সুয়াল বা নুড,
সেক্সুয়াল সার্ভিস এই সব পোস্ট বা ভিডিওতে আপনাকে নিউডিটি রিপোর্ট মারতে হবে।মুল কথা হচ্ছে যেকোনো রকমের ১৮+ পোস্ট বা ভিডিওতে নিউডিটি রিপোর্ট মারবেন। তাহলে আপনি খুব সহজে ওসব পোষ্ট ডিলিট করতে পারবেন।
ফুটবল ও ক্রিকেট গেইম বেট ধরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাইলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন
ভুতের পিক, অপরাধ বা ক্রাইম
যেসব পোষ্ট বা ভিডিওতে ভূতের পিক,অপরাধমূলক বা ক্রাইম সম্পন্ন টপিক থাকবে সেখানে ভায়োলেন্স রিপোর্ট মারতে হবে।যদি কেউ নতুন ফেক আইডি খুলে আপনার পিক ব্যবহার করে এবং অন্যেকারো পিক দিয়ে ফেইক আইডি খুলে তাহলে এসব আইডিতে ভায়োলেন্স রিপোর্ট মারলেও চলবে।
ধুমপান বা ড্রাগ
অনেক পোষ্ট বা ভিডিওতে সিগারেট, মদ, গাজা, ড্রাগ ইত্যাদি যেকোনো রকমের নেশা জাতীয় ছবি বা ভিডিওতে Drug Marijuana রিপোর্ট মারতে হবে।
গালি হ্যারাস্মেন্ট
অনেক ভিডিও বা পোষ্টে গালি সম্পন্ন কন্টেন্ট থাকে।এসব পোস্টে হেট স্পিচ মারবেন। অনেক নাস্তিক আছে যারা ইসলাম বা অন্যকোনো ধর্মকে হ্যারস করে পোস্ট বা ভিডিও তৈরী করে এসব পোষ্ট বা ভিডিওতে হেট স্পিচ রিপোর্ট মারবেন।
সন্ত্রাসমুলক
যদি কোনো ভিডিও বা পোষ্টে সন্ত্রাসবাদ অর্থাৎ পিস্তল, ছুরি, বন্দুক দেখা যায় এসব ছবি বা ভিডিওতে Terrorism বা ভায়োলেন্স রিপোর্ট মারতে পারবেন।
হ্যারাসমেন্ট রিপোর্ট
হেরেসমেন্ট রিপোর্ট ছিল একসময়কার ভয়ানক একটি রিপোর্ট। ভিক্টিম এর আইডিতে একটা হেরেস রিপোর্ট মারলেই ফেসবুক আইডি ব্যান হয়ে যেতো।এখনো এই রিপোর্ট অনেক শক্তিশালী।এই রিপোর্ট ক্লোন করে মারা হই।ক্লোন করার পর ভিক্টিমের সব ছবিতে হ্যারাসমেন্ট রিপোর্ট মারতে হই।এরপর প্রি. মি. মারলেই আইডি ব্যান হয়ে যায়।
1xBet থেকে কি আসলেই ইনকাম করা যায়? 1xBet থেকে কিভাবে ইনকাম করব?