সিকিউরিটি টিম এর ঝামেলা এরিয়ে চলতে নিন্ম-লিখিত নিয়মাবলি মেনে চলুন।অনেকেই হয়তো জানেন না সবার সুবিধার্থে নিজ অভিজ্ঞতা শেয়ার করলাম।আপনার আইডি সিকিউরিটি টিম এর কাছে গেলে আপনাকে অনেক হয়রানির সম্মুখীন হতে হবে। তাই হয়রানি থেকে নিরাপদ থাকতে আপনাকে বেশকিছু নিয়ম কানুন মেনেই এগিয়ে যেতে হবে। সে বিষয়গুলো নিয়ে আজকে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম।
১. একই মোবাইলে একের অধিক আই ডি করবেন না। কারণ আমরা যখন আমাদের মোবাইলে কোন আইডি ক্রিয়েট করি,সাথে সাথে ওই আইডিতে আমাদের আইপি এড্রেস শো করে। তাই আমাদের মোবাইলে একাধিক আইডি ব্আযবহার করলে তার রিপোর্মাট হেড অফিস পেয়ে যায়। আমাদের আইপি এড্রেস শো করলে কোম্পানী সাথে সাথে আমাদেরকে স্ক্যাম হিসেবে ধরে আমাদের আইডি ব্লক করে দেয়।
২. একই আই ডি কার্ড দিয়ে একাধিক আই ডি খুলবেন না।আমরা আইডি খোলার সময় চালাকি করে একই আইডি কার্ড দিয়ে একাধিক একাউন্ট খুলে ফেলি।কিন্তু আমরা যত একাউন্টে আমাদের তথ্য আপলোড করব তত আইডিতে আমাদের তথ্য শো করবে। হেড অফিস কখনো চেক করলে আমাদের তথ্য একাধিক আইডিতে থাকলে খুব সহজে ধরে ফেলবে। কোম্পানি বুঝতে পারলে সাথে সাথে আমাদের আইডি সিকিউরিটি টিমের কাছে দিয়ে দেয়।
৩. হটস্পট চালু করে একাধিক মোবাইল / ডিভাইস কানেক্ট করে মেলবেট বা 1x বা লাইন বেট চালাবেন না।একই মোবাইল থেকে নেট নিয়ে মোবাইলের ডাটা চালালে কোম্পানি এটিকে স্ক্যাম হিসেবে ধরে নেয়।স্ক্যাম হিসেবে ধরলে আপনার একাউন্ট সিকিউরিটি টিমের কাছে পাঠিয়ে দিবে।
৪. একই wifi থেকে একাধিক ডিভাইস ব্যবহার করবেন না। একইভাবে আপনি একই ব্রডব্যান্ড থেকে একাধিক মোবাইলে কানেক্ট করে সাইট চালাবেন না।তাহলে আপনাকে কোম্পানী স্ক্যাম হিসেবে ধরবে।
আপনি কি গেমিং করে লসে আছেন? তাহলে এখনই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন
৫. ক্যাসিনো খেলায় অনেকে লাল কালো এ পার ওপার করে থাকেন এটা থেকে বিরত থাকবেন। এতে আপনার একাউন্ট এবং এজেন্ট উভয়ের সমস্যা হবে।
এ ক্ষে্ত্রে এজেন্টকে কোনো প্রকার সাবধান না করেই এজেন্ট বন্ধ করে দিতে পারে।
৬. একাউন্ট খোলার সময় অবশ্যই পার্সোনাল প্রোফাইল ফিলআপ করে তারপর ডিপোজিট করবেন। একই এজেন্টের অধীনে পার্সোনাল প্রোফাইল ফিলআপ ছাড়া একাউন্টে অধিক ডিপোজিট করলে কমিশন কেটে নিতে পারে এবং প্লেয়ার আই ডি সিকিউরিটি টিমে পরতে পারে।
৭. একই একাউন্টে বা একাধিক একাউন্টে বারবার ডিপোজিট এবং উইথড্র করলে একাউন্ট এবং এজেন্ট উভয়ের সমস্যা হবে।
ফেসবুক আইডিতে কিভাবে রিপোর্ট মারবেন? ফেসবুক আইডিতে রিপোর্ট মেরে আইডি বন্ধ করুন।