• Home
  • Life Style
  • শারিরীক সম্পর্ক করার পর পুরুষ কি চায়? সে*ক্স করার পর পুরুষের চাহিদা

শারিরীক সম্পর্ক করার পর পুরুষ কি চায়? সে*ক্স করার পর পুরুষের চাহিদা

couple in the bed

সাধারণত, শারিরীক সম্পর্ক করার পর পুরুষদের চাহিদা এবং অনুভূতি ভিন্ন হয় এবং এটি প্রতিটি পুরুষের মানসিকতা তাদের সম্পর্কের ধরণ এবং পরিস্থিতির উপর নির্ভর করে। তবে কিছু সাধারণ বিষয় আছে যা পুরুষ রা সে*এক্স এর করতে চায় বা করে থাকে।

1. আরাম এবং বিশ্রাম: শারিরীক সম্পর্ক করার পর একজন পুরুষের শারীরিক ক্লান্তি হতে পারে। তাই অনেক পুরুষ এই সময়ে একটু আরাম ও বিশ্রাম করতে পছন্দ করেন। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটি ভিন্ন হয়ে থাকে।মেয়েরা শারিরীক সম্পর্কের পর সাধারণ পুরুষদের সাথে কথা বলতে চায়।

আপনি কি বেট ধরেন? তাহলে এই চ্যানেলে যুক্ত হোন দ্রুত

2. ঘনিষ্ঠতা ও সংযোগ: অনেক পুরুষ মিলন করার পর আরও বেশি সংবেদনশীল হয়ে পড়েন এবং সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ স্থাপন করতে চায়। তারা বিভিন্ন রকমের আলিঙ্গন ও কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যকার আবেগগত সম্পর্ক আরো বেশি বাড়াতে চান।

3. প্রশংসা বা পজিটিভ প্রতিক্রিয়া: কিছু কিছু পুরুষ শারিরীক মিলন করার পর সঙ্গীর কাছ থেকে প্রশংসা বা ভালো প্রতিক্রিয়া শুনতে পছন্দ করেন, যাতে তাদের মধ্যকার আত্মবিশ্বাস বাড়ে। সঙ্গীর কাছ থেকে প্রশংসা শোনার মধ্য দিয়ে ভবিষ্যতে সঙ্গীকে আর বেশি খুশি করার চেষ্টা করে থাকেন।

মুখের জড়তা কিভাবে দূর করবো? দ্রুত কথা বলার উপায় কি?

4. শান্তি ও নিরবতা: কিছু কিছু পুরুষ আবার শারিরীক মিলন করার পর একটু নীরবতা পালন করে বা একান্তে কিছু সময় কাটাতে পছন্দ করে থাকেন। একান্তে সময় কাটানোর সময় তারা পুষ্টিকর খাবার খেতে পছন্দ করে থাকে।নীরব থাকার সময় সঙ্গী পুষ্টিকর খাবার এনে দিলে পুরুষ খুব খুশি হয়।

5. স্নেহপূর্ণ আচরণ: অনেকে শারিরীক সম্পর্ক করার পরও তার সঙ্গীর প্রতি স্নেহপূর্ণ আচরণ করে থাকেন।যেমন সঙ্গীকে চুম্বন বা আলিঙ্গন করতে পছন্দ করেন।আবার পিছন থেকে জড়িয়ে ধরে আদর করে থাকেন।অনেকে গোপন জায়গায় হাত দিয়ে আদর করতে থাকেন।

6.খাবার খেতে পছন্দ করেন
অনেক পুরুষ আছেন যারা শারিরীক সম্পর্ক করার পর পুষ্টিকর খাবার খেতে পছন্দ করেন।শারিরীক সম্পর্ক পরবর্তী সঙ্গী পছন্দের খাবার এনে দিলে খুবই খুশি হয়।আবার অনেক পুরুষ নিজেরাই তৈরী করে খেয়ে থাকেন।

এই বিষয়গুলো পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে এবং উভয়ের মধ্যে সঠিকভাবে বোঝাপড়ার জন্য সঙ্গীর সাথে খোলামেলা কথা বলা গুরুত্বপূর্ণ বলে মনে করি।
তাই আপনার সঙ্গী শারিরীক সম্পর্ক পরবর্তী কি চায় তা বুঝার চেষ্টা করুন।

কম্পিউটার ভাইরাসমুক্ত ও নিরাপদ রাখার উপায় । হ্যাকার থেকে আপনার কম্পিউটার নিরাপদ রাখুন

Releated By Post

বিদেশ গমন করার পূর্বে এই দক্ষতাগুলো অর্জন করে নিন

বিদেশ গমন করার আগে নিচের এই দক্ষতা গুলো শিখে হওয়ার…

মাত্র ২৮ দিনে জীবন পরিবর্তন করতে চাইলে ৮ টি নিয়ম মেনে চলুন

আমাদের জীবন পরিবর্তন করার জন্য আমরা কত কিছুই না করি।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

× Text me