মোবাইল ফোন ক্রয় করার পূর্বে আপনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা উচিত। মোবাইল ফোন ক্রয় করার পূর্বে আপনার বাজেট এবং চাহিদার সাথে মিল রেখেই আপনাকে মোবাইল ফোন ক্রয় করতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক মোবাইল ফোন ক্রয় করার পূর্বে আপনার কোন কোন বিষয়গুলো মাথায় রাখা জরুরি।
বাজেট নির্ধারণ করুন
মোবাইল ফোন কেনার পড়বে আপনার বাজেট কতটুকু তা নির্ধারণ করুন। আপনার বাজেটের সঙ্গে মিল রেখে মোবাইলের ব্রান্ড পছন্দ করুন। এরপর আপনার বাজেটের সঙ্গে কোন মডেলটি মিলে যায় তা পছন্দ করে রাখুন।
প্রসেসর ও পারফরম্যান্স
মোবাইল ফোন কেনার পড়বে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টির উপর আপনার লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ফোনের প্রসেসের। আপনার ফোনের প্রসেসর যত বেশি শক্তিশালী হবে আপনার মোবাইলটি তত সার্ভিস ভালো দিবে। ফোনের প্রসেসর হচ্ছে যেমন ( Qualcomm Snapdragon, MediaTek, Exynos) ইত্যাদি।
- আপনি যদি সাধারণ ব্যবহারের জন্য মোবাইল কিনেন অর্থাৎ শুধুমাত্র কল মেসেজ অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য মোবাইল কিনেন তাহলে মধ্যম ব্রাঞ্চের প্রসেসর আপনার জন্য যথেষ্ট।
- যদি আপনি মোবাইলে গেম খেলতে চান তাহলে আপনাকে হাই রেঞ্জের বাজেট নিয়ে একটি ভালো প্রসেসর দেখে মোবাইল ক্রয় করতে হবে।
টাকা ইনকাম করার সহজ কিছু উপায় যা আপনার বারাবে সহজে
RAM ও স্টোরেজ
মোবাইলের রেম ও স্টোরেজ আপনার ব্যবহারের দিক দিকে অনেক বেশি প্রভাব ফেলবে। একটু মোবাইলের রেম আপনার মোবাইল স্লো এবং স্পিড কি রকম হবে তা নির্ধারণ করে।
- আপনি যদি সাধারণ ব্যবহারের জন্য মোবাইল ফোন কিনতে চান তাহলে আপনার মিনিমাম 4gb র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ দরকার হবে।
- আপনার যদি গেম খেলার জন্য একটি ভালো মোবাইল কিনতে চান তাহলে আপনার মিনিমাম আর জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ প্রয়োজন হবে।
ডিসপ্লে
মোবাইল কেনার সময় মোবাইলের ডিসপ্লে HD+, Full HD অথবা AMOLED দেখে নিলে ভাল হয়। AMOLED ডিসপ্লে হলে যেকোনো কিছু দেখতে ভাল হয়।
সাইজ : মোবাইল নেওয়ার সময় বেশি বড় বা ছোট মোবাইল যাতে নাহয় সেদিকে নহর রাখবেন।আপনার হাতে ধরে স্বাচ্ছন্ধ্যবোধ করা যায় মত কিনবেন।
টাকা ইনকাম করতে চান ফুটবল ও ক্রিকেট গেইম খেলে? তাহলে যুক্ত হোন এই টেলিগ্রাম চ্যানেলে
ক্যামেরা
মোবাইলের সবচেয়ে আকর্ষনীয় জায়গা হচ্ছে মোবাইলের ক্যামেরা।মোবাইল কেনার সময় সবাই ক্যামেরার দিকে প্রথম নজর দেয়।আপনি মোবাইলের মেগাপিক্সেল দেখে নয়, বরং মোবাইলের সেন্সর এবং মোবাইলের অ্যাপারচার দেখে সে ক্যামেরার মান সম্মত কিনা বিচার করুন।
- তবে সেলফি তোলার জন্য এবং ভিডিও করার জন্য মোবাইলের ফ্রন্ট ক্যামেরার রেজ্যুলেশন খুবই গুরুত্বপূর্ণ।
- আপনার যদি ফটোগ্রাফি করার ক্ষেত্রে আগ্রহ থাকে,তাহলে আপনি মাল্টি-ক্যামেরা সেটআপ দেখে মোবাইল কিনুন।
ব্যাটারি ব্যাকআপ ও চার্জিং
মোবাইল নেওয়ার সময় সবায় দ্বিতীয় নজরে থাকে মোবাইলের ব্যাটারী। তাছাড়া মোবাইলে ফার্স্ট চার্জিং আছে কিনা দেখে কিনুন।
>সাধারণ ব্যবহারের জন্য মিনিমাম 5000mah এর ব্যাটারী কিনুন।
>গেমিং করার জন্য মিনিমাম 6000mah এর ব্যাটরী কিনুন।
অপারেটিং সিস্টেম ও আপডেট
আমাদের দেশে অ্যান্ড্রয়েড অথবা আইওএস, যা আমাদের দেশের সবার প্রয়োজন এবং অভ্যাসের সাথে মানানসই।
আপনার পছন্দের মোবাইলটি নিয়মিত সফটওয়্যার আপডেট এর জন্য প্রস্তুত কিনা বা আপডেট পাবে কিনা তা যাচাই করে নিন।
মানসিক চাপ কমাবো কিভাবে ? মানসিক দুশ্চিন্তা কমানোর উপায় কি ?
নেটওয়ার্ক ও কানেক্টিভিটি
আপনার মোবাইল টি মিনিমা ৪G বা ৫G সাপোর্ট আছে কিনা যাচাই করে নিন।
সেই সাথে Wi-Fi, Bluetooth এবং NFC ইত্যাদি প্রয়োজনীয় ফিচার আছে কিনা তা নিশ্চিত করে কিনুন।
রিভিউ ও ফিডব্যাক দেখুন
বর্তমানে ইউটিউবে প্রতিটি মোবাইলের রিভিউ দেখা যায়।আপনার পছন্দের মোবাইলটির রিভিউ দেখে নিন।আপনার পছন্দের মোবাইলটির কাস্টমার সার্ভিসের ব্যবস্থা রয়েছে কিনা খবর নিন।
উপরের এই ফিচারগুলি দেখে আপনার পছন্দের মোবাইলটি কিনবেন কিনা সিদ্ধান্ত নিন। কেননা আপনি যে মোবাইল টি কিনবেন সেটি যদি মিনিমাম ৪ টি বছর কাটাতে না পারেন তাহলে আপনার খরচের পরিমাণ বেড়ে যাবে।